মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, রংপুর এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল ৮ জানুয়ারি রাতে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ৩ নং পায়রাবন্দ ইউনিয়নের জয়রামপুর গ্রামস্থ শাহ আমানত ফিলিং স্টেশনের দক্ষিণে মুকুল হোটেল এর সামনে রংপুর টু বগুড়াগামী মহাসড়কের পূর্বপাশে অভিযান পরিচালনা করে ২১.৮ কেজি শুকনা গাঁজা, একটি কার্গো ট্রাক চাবিসহ, মোবাইল ফোন ৩ টি, সীমকার্ড ৩ টি, মেমোরীকার্ড একটি এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৯ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো- রাজ নারায়নপুর এলাকার হাবিল খানের পুত্র ড্রাইভার সবুজ খান (৩৫), নগরবাড়ী ঘাট রঘুনাথপুর (পশ্চিমপাড়া) এলাকার নাসির শেখের পুত্র হেলপার আব্দুল্লাহ আল মামুন শেখ (২২), উভয় থানা আমিনপুর, জেলা- পাবনা।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন বুড়িমারী স্থলবন্দর থেকে পাথর বোঝাই করে পথিমধ্যে পাটগ্রাম থানা এলাকা হতে উক্ত মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে কার্গো ট্রাকের ডালার মধ্যে বোঝাইকৃত ভাঙ্গা পাথরের উপর ত্রিপল দিয়ে ঢেকে পাবনা জেলার সদর থানা এলাকায় বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে গ্রেফতার মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।