মো. সাআফুল্লাহ্ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরে ডিবি পুলিশের এএসআই রাহেনুলের নেতৃত্বে শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় তাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে স্মারকলিপি দিয়েছে রংপুর নাগরিক সমাজ। বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল ফারুকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে, রংপুরে চাঞ্চল্যকর নবম শ্রেণির শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে অতিসত্বর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এএসআই রাহেনুলকে গ্রেফতার করে আইনের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এতে বলা হয়, এরকম ন্যক্কারজনক ঘটনা পুলিশ বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকাকে বিতর্কিত করছে। তাই পুলিশ বাহিনীর কলুষিত কর্মকর্তার শাস্তি নিশ্চিত করে পুলিশের সুনাম ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়।
এ সময় সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর মহানগর সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যের হাতে যদি ধর্ষণের ঘটনা ঘটে তাহলে নারীদের নিরাপত্তা কোথায়? এটি একটি ন্যক্কারজনক ঘটনা। তার নামে মামলা হলেও এখনও তাকে গ্রেফতার দেখায় নি পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। স্মারকলিপিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর মহানগর সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু,বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি হাসনা বানু, পেশাজীবী ফোরামের সভাপতি অ্যাড. শিরিন আক্তার স্বর্ণ, নারী অ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি মঞ্জুশ্রী সাহা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন স্বাক্ষর করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।