মো.সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরে ১৯৭১ সালের ২৮ মার্চ ক্যান্টনমেন্ট ঘেরাও দিবসে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন সমাবেশ হয়েছে। রোববার দুপুরে রংপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন সমাবেশের আয়োজন করেন, শহীদ পরিবারের সদস্যরা ও নিসবেতগঞ্জ এলাকাবাসী। এসময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ও বলরাম মহন্ত, ঘাতক দালাল নির্মূল কমিটির সংগঠক ডাঃ মফিজুল ইসলাম মান্টু, অ্যাড. লুৎফুল কবির, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য জাকারিয়া জাকির, অজয় কুমার দুলু প্রমুখ।
বক্তারা বলেন, রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও এর ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে স্বাধীনতাকামী মানুষ। ১৯৭১ সালের ২৮ মার্চ ক্যান্টনমেন্ট আক্রমণের জন্য প্রস্তুতি নেয় এ অঞ্চলের ছাত্র, কৃষক, দিনমজুরসহ সকল পেশার সংগ্রামী মানুষ। তারা ক্যান্টনমেন্ট ঘেরাও করলে ক্যান্টনমেন্ট থেকে গোটা দশেক জিপ বেরিয়ে আসে এবং মিছিল লক্ষ্য করে শুরু হয় একটানা মেশিনগানের গুলিবর্ষণ। মাত্র ৫ মিনিটে চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। হাজারো লাশ পড়ে থাকে মাঠে। ওই দিন স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তারা আজও শহীদের স্বীকৃতি পায়নি। অথচ কত ভুয়া মুক্তিযোদ্ধা ঢুকে পড়েছে এই তালিকায়। আমরা অবিলম্বে ক্যান্টনমেন্ট ঘেরাও আন্দোলনে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতির দাবির পাশাপাশি ঘটনাস্থল বালারখালকে বধ্যভূমি হিসেবে স্বীকৃতি দেওয়ারও দাবি জানাচ্ছি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।