মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরের তারাগঞ্জে এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মিজানুর রহমান (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।গ্রেফতার মিজানুর রহমান উপজেলার আলমপুর ইউনিয়নের পাইকারপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের মেলেরপাড় নামক গ্রামে ধর্ষণের শিকার কিশোরী বাড়িতে একাই ছিলেন। তার মা-বাবা প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাইরে ছিলেন। ওই কিশোরী তাদের গোয়ালঘরে গরু বেঁধে রেখে নিজ ঘরে যায়। আগে থেকে ওই কিশোরীর শয়নঘরে লুকিয়ে ছিল পাশের গ্রামের মিজানুর রহমান। এ সময় তিনি কিশোরীকে ধর্ষণ করেন। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই মিজানুর রহমান পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মঙ্গলবার থানায় মামলা করলে পুলিশ ওই দিন রাতে মিজানুর রহমানকে গ্রেফতার করে।
তারাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, বুধবার ধর্ষণের শিকার কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মিজানুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।