মোঃ সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি,রংপুর :
রংপুর সদর উপজেলার পালিচড়াহাট থেকে ৩ শ’৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন ও
তার সহযোগী রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের পালিচড়াহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
রংপুর কোতোয়ালী থানার এসআই আতাউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদ্যপুস্করণী ইউনিয়নের পালিচড়াহাট থেকে ৩শ’৭০ পিস ইয়াবাসহ হাতেনাতে কনেস্টবল সাদ্দাম হোসেন ও তার সহযোগী আরিফুল ইসলামকে আটক করা হয়েছে। এ ছাড়াও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্ধ করা হয়। আটক দুইজনই রংপুর বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা।
সাদ্দাম হোসেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কনেস্টবল পদে পুলিশ লাইনে ক্যান্টিন দেখাশোনার দায়িত্বে রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
পুলিশ জানায়, সাদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছেন। সেইসাথে তার বিরুদ্ধে মাদক কারবারিদের থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।