মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : উত্তরাঞ্চলের অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটি। শনিবার (১৫ জানুয়ারি) বেলা ১২ টায় ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে ৫শ’ পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল ও চাদর বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আসকের সিনিয়র সহ সভাপতি এমকে হাসান লাট্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক সুশান্ত ভৌমিক। উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশনের বিভাগীয় সভাপতি এজাজ আহমেদ, সহ সভাপতি তারিকুজ্জামান তারিক, যুগ্ন সম্পাদক সাজ্জাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তফা, অর্থ সম্পাদক আনিছুর রহমান, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আলামিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুমন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আজমীর,দপ্তর সম্পাদক হিমেল মিত্র অপু, সদস্য রফিকুল ইসলাম, রাসেলসহ প্রমুখ।
প্রধান অতিথি তুষার কান্তি মন্ডল মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন আয়োজনের প্রশংসার করে বলেন,আমি চাই রংপুরের মানুষের খাবার ও বস্ত্রের অভাব কেটে উঠুক। এসময় অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তশীলদের আহবান জানান।
এ সময় আসকের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু বলেন, এ পর্যায়ে ৫০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল/চাদর বিতরণ করেছি। আগামী সাতদিন ব্যাপী গরিব ও দুস্হদের মাঝে শীতবস্ত্র (কম্বল ও চাদর) বিতরণ করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।