মো. সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি, রংপুর:
গোপনে জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে ফজলুল হক শাহাজাদা (মিলন) নামে এক ব্যক্তিকে র্যাব-১৩ এর বিশেষ আভিযানিক দল গ্রেফতার করেছে। সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ রংপুর জেলার একজন সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
গত ৩ জানুয়ারি ২০২০ দুপুরে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন মধ্য বাবু খাঁ এলাকা হতে ওই এলাকার বাসিন্দা মৃত শহিদার রহমান শহি’র ছেলে মো. ফজলুল হক শাহাজাদা ওরফে মিলন (৪৫) কে বিপুল পরিমাণ জিহাদি বই ও লিফলেটসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
আজ ৪ জানুয়ারি শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রংপুর র্যাব-১৩ এর মিডিয়া অফিসার মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মিলন জানায়, সে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'আল্লাহর দল'এর রংপুর শহর ভিত্তিক কার্যক্রম পরিচালনার জন্য নিয়মিত গোপন বৈঠকে অংশগ্রহণ, চাঁদা প্রদান ও সংগঠনের সদস্য সংগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আটক মিলনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তার অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অনুসন্ধান চলমান রয়েছে বলে এ পর্যন্ত খরব পাওয়া গেছে
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।