সাইফুল্লাহ খাঁন,জেলাপ্রতিনিধি, রংপুর :
রংপুরে প্রাচীর ভেঙ্গে জমি দখলের অভিযোগ উঠেছে।জানা যায়, রংপুরে একটি চক্র আদালতের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমির প্রাচীর ভেঙ্গে দখলের চেষ্টা চালায়। এই ঘটনায় ১৩ জুলাই ভুক্তভোগী পরিবার নিরাপত্তা চেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করেন।
পরিবারিক সূত্রে জানা যায়, রংপুর মহানগরীর গনেশপুর এলাকার মৃত. বসির উদ্দিনের ছেলে মনছুর আলী ১৯৬৮ সালে একই এলাকার জিয়া উল্ল্যাহর অংশীদারের কাছ থেকে সাব কবলামূলে ২৪ শতক জমি ক্রয় করেন। ক্রয়ের পর মনছুর আলী ওই জমিতে স্থাপনা ও ইটের প্রাচীর দেন। কিন্তু হঠাৎ করে ১১জুলাই প্রতিপক্ষ আলমগীর গং রাতের আঁধারে জমিতে থাকা স্থাপনা ও ইটের প্রাচীর ভেঙ্গে জমি দখলের চেষ্টা চালায়।
এ ঘটনায় ভুক্তভোগী মনছুর আলী বলেন, মামলা করে বিজ্ঞ আদালত থেকে একাধিকবার আমাদের পক্ষে রায় পাওয়া সত্ত্বেও আলমগীর ও তার লোকজন বিচারাধীন জমি অবৈধভাবে দখলের চেষ্টা করছে। এছাড়াও বিভিন্ন সময় আমিসহ পুরো পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দিলে সন্তানাদি নিয়ে আতঙ্কের মধ্যে জীবনযাপন করছি।
এবিষয়ে অভিযুক্ত প্রতিপক্ষ আলমগীর হোসেন জানান, জমি নিয়ে মনছুর আলী একাধিকবার মামলা করেছেন। ওই জমিতে আমার মায়ের অংশ রয়েছে।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জানান, বিরোধপূর্ণ জমি নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা চলমান রয়েছে। এছাড়াও সম্প্রতি আদালত থেকে একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উভয় পক্ষকে শান্তি -শৃঙ্খলা বজায় রাখার জন্য বলা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।