মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় বাড়িতে আগুন লেগে নগদ টাকা ও গবাদিপশুসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে প্রায় ৭ লক্ষ টাকার সম্পদ ছাই হয়েছে। উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ গ্রামের তেতুলতলায় ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, দক্ষিণ কোলকোন্দ তেতুলতলার মৃত নগেন্দ্র নাথের পুত্র বলরামের বাড়িতে গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে আগুন লাগে। এ সময় বাড়ির লোকজন ঘুমিয়ে থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। পরে বাড়ির লোকজন প্রাণে বেঁচে গেলেও ততক্ষণে সহায়সম্বল ৫টি টিনের ঘর, ৪টি গরু, নগদ ২৫ হাজার টাকা, ১টি শ্যালো মেশিন, ৬টি ফ্যান, ১টি সেলাই মেশিন, ১০ মণ ধান, ৫ মণ চালসহ সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য আলা মিয়া জানান, বাড়ির গোয়াল ঘরে গরুর মশা তাড়ানোর জন্য গোবরের শলার আগুন পুরো ঘরে ও পরে তা বিদ্যুতের তারে লেগে চারদিকে ছড়িয়ে সবকিছুই ভস্মিভূত হয়েছে।
বলরাম জানায়, এ দুর্ঘটানায় প্রায় ৭ লক্ষ টাকারও বেশী সম্পদের ক্ষতি হয়েছে আমার। আগুন টের পাওয়ার পর পরই ফায়ার সার্ভিসকে খবর দিলেও পুড়ে যাওয়ার পর তারা এখানে আসেন। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম।
উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারকে রান্নার হাড়ি-পাতিল, পরনের পোশাক, তেল, সাবান ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করেন। এছাড়াও সরকারিভাবে ১২ হাজার টাকা ও ৪ বান্ডিল টেউটিন সহায়তা করা হবে বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।