

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর মহানগরীর ধর্মদাস বারো আউলিয়া এলাকায় নিজ বাসা থেকে আসাদুল হক (৬২) নামে এক আইনজীবীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত আসাদুল হক রংপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ছিলেন। এই ঘটনায় রতন নামে এক চোরকে আটক করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আইনজীবী আসাদুল হকের স্ত্রী সাবেরা রহমান শেফালি জানান, করোনার প্রার্দুভাবের কারণে ছোট মেয়ে অংকনকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যাই। কিন্তু দুপুরে প্রতিবেশীর খবরের পর বাসায় এসে দেখি আমার স্বামীকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহতের স্ত্রী সাবেরা রহমান আরও জানান, এর আগে আটককৃত রতন বাসায় চুরি করেছিল। গ্রাম্য সালিশের মাধ্যমে চুরির বিষয়টি সমাধান করা হয়। সেই রতন আমার স্বামীকে গলাকেটে হত্যা করেছে। আমি তার ফাঁসি দাবি করছি।
তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান বলেন, রতন নামে একজনকে আটক করা হয়েছে। কী কারণে এ হত্যাকান্ড এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এ ঘটনার পর রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) জমির উদ্দিনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।