মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
রংপুর নগরীর ৩১ নং ওয়ার্ডের নাজিরদিগর এলাকায় মরা ঘাঘট নদীর পাশের কৃষি জমি থেকে বালু উত্তোলনের মহা উৎসব চলছে, এতে হুমকির মুখে পড়েছে ওই এলাকার আবাদি জমি, ঘর-বাড়ি এবং সড়ক। একাধিক অভিযোগ দেয়ার পরেও বালু উত্তোলন বন্ধ না হওয়ায় রাজপথে নেমেছেন ওই এলাকার সাধারণ মানুষ।
মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে একটি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। একইসাথে এ বিষয়ে প্রতিকার চেয়ে জেলাপ্রশাসক, পুলিশ কমিশনার, সিটি কর্পোরেশনের মেয়রকে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী এলাকাবাসী।
ভুক্তভোগী সাগর মিয়া বলেন, মাটি এবং বালু তোলার কারণে পাঁচটি বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। বেশকিছু বাড়ি অন্য জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। হাফ কিলোমিটার রাস্তা ভেঙে গেছে। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি, ডিসিকেও অভিযোগ দিয়েছি, কোনো কাজ হয়নি। নিরুপায় হয়ে আজ রাজপথে এসেছি। ।
শাহজাহান আলী নামে আরেকজন বলেন, এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। একইসাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে।
ভুক্তভোগী আব্দুস সামাদ বলেন, মরা ঘাঘট নদী সংলগ্ন বিস্তীর্ণ এলাকাজুড়ে আবাদী জমি এবং ঘরবাড়ি রয়েছে। বালু উত্তোলন অবৈধ সত্ত্বেও এলাকার প্রভাবশালী শাহীনুর আলম ভেকু দিয়ে বালু উত্তোলন করছে। এতে করে আবাদী জমি ও ঘরবাড়ি হুমকির মুখে পড়ছে। অবিলম্বে বালু উত্তোলন বন্ধ করার দাবিতে রংপুর জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও সিটি মেয়রের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিয়েছি। আশা করছি এবার কাজ হবে। এর আগে অভিযোগ দিলেও কাজ হয় নাই।
এবিষয়ে অভিযুক্ত শাহিনুর আলমকে ফোন দেয়া হলে তাকে পাওয়া সম্ভব হয়নি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।