মো. সাইফুল্লাহ খাঁন,জেলাপ্রতিনিধি,রংপুর :
রংপুর জেলায় আসন্ন পবিত্র ঈদুল আজ্হা উপলক্ষ্যে অনলাইনে ৯টি পশুর হাট চালু করা হয়েছে। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর “পশুরহাট” নামে একটি অনলাইন পেইজ খুলে এই হাট চালু করেছে।
এই অনলাইন পেইজে গরু-মহিষ-ছাগল পালনকারীদের পশুর ছবিসহ বিভিন্ন তথ্য রয়েছে। সংশ্লিষ্ট দপ্তর এই অনলাইন পশুর হাটে ব্যাপক সারা পাওয়া যাবে আশাবাদ ব্যক্ত করেছেন।
জেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, রংপুরের ৮ উপজেলায় ৮টি এবং জেলায় একটি অনলাইন পশুর হাট করা হয়েছে। “পশুরহাট” নামক এই অনলাইন পেইজের মাধ্যমে ক্রেতারা সহজেই গবাদি পশু
ক্রয় করতে পারবেন। এই হাট নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
এদিকে রংপুরসহ দেশের অন্যান্য স্থানেও গবাদিপশু পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। এসব বিষয়ে রেল বিভাগের সাথে যোগাযোগ করছে প্রাণিসম্পদ বিভাগ। সূত্রমতে জেলায় গরু, ভেড়া ও ছাগল রয়েছে ১ লাখ ৯০ হাজার। আর জেলায় পশুর চাহিদা রয়েছে ১ লাখ ৫০ হাজার। চাহিদা মিটিয়েও ৪০ হাজারের বেশি গরু-ছাগল উদ্বৃত্ত থাকবে। জেলায় খামারি এবং গরু পালনকারীর সংখ্যা হচ্ছে ২৪ হাজার।
প্রাণিসম্পদ অফিস গবাদিপশু খামারি ও পালনকারীদের সাথে যোগাযোগ ও সমন্বয় করে ক্রেতাদের কাছে এসব পশু পৌঁছে দিবেন।
খামারি আশরাফুদৌলা আরজুসহ বেশ কয়েকজন খামারি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, করোনা দুর্যোগে অনলাইন পশুর হাট খামারিদের পশুর ন্যায্যমূল্য প্রাপ্তির পাশাপশি করোনা সংক্রমণ ঝুঁকিও কমাবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খন্দকার শাহ জালাল জানান, অনলাইন পশুর হাটের সফলতার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করি, অনলাইন হাটের মাধ্যমে অনেকই কোরবানির পশু ক্রয় করবেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।