মো. সাইফুল্লাহ্ খাঁন জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরে ব্যাটারীচালিত অটো রিক্সা ও চার্জার রিক্সা ভ্যান শ্রমিকদের ন্যায়সঙ্গত ১১ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন পালন ও স্মারকলিপি প্রদান করেছে ব্যাটারীচালিত চার্জার রিক্সা ভ্যান জাতীয় শ্রমিক পার্টি। বুধবার (১১ নভেম্বর) দুপুরে সিটি কর্পোরেশনের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে সংগঠনের সভাপতি আব্দুল মজিদ এর সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা মিলন, মহানগর জাতীয় শ্রমিক পার্টির সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম মন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অহেতুক পুলিশি হয়রানি ও লাইসেন্সের নামে লক্ষ লক্ষ টাকা আদায় বন্ধকরাসহ নগরীর বিভিন্ন পয়েন্টে অটো রিক্সা স্ট্যাণ্ড স্থাপন করতে হবে। আগামী ৭ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।