মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরের তারাগঞ্জে অগ্নিদগ্ধ হওয়া ফাতেমা খাতুন (৪) নামের শিশুটির মুত্যু হয়েছে। ফাতেমা উপজেলার ২নং কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর দৌলতপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানায়, গত ৮ দিন আগে ফাতেমা তার বাড়ির পার্শ্বের একটি ছেলের সাথে পলিথিন জড়িয়ে আগুন লাগিয়ে খেলছিলো। খেলার এক পর্যায়ে হঠাৎ আগুন ছিটকে ফাতেমার শরীরে থাকা সুতি কাপড়ের জামায় পড়ে। সাথে সাথে ফাতেমার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে আগুন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। প্রথমে তাকে স্থানীয় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে রমেকের বার্ন ইউনিটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যেতে পরামর্শ দেন। এরপর ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হলে ৭ দিন পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মৃত্যুবরণ করে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।