মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর:
রংপুরের বদরগঞ্জ পার্বতীপুর সড়কের ট্যাক্সের হাট এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বদরগঞ্জ সড়কের ট্যাক্সের হাটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, পার্বতীপুর থেকে রংপুরগামী একটি ট্রাক অন্য একটি যানবাহনকে অতিক্রম করতে গিয়ে এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই মোঃ আজিজুল ইসলাম নামে এক বৃদ্ধ প্রাণ হারান। নিহত আজিজুল ইসলাম বদরগঞ্জ থানার বদ্ধভুমি ঝারুয়ার বিল ওয়ার্ড নং ৬ এর মাসান ডোবা গ্রামের চয়ন উদ্দীন প্রামাণিকের ছেলে।
বদরগঞ্জ থানা পুলিশের ওসি হাবিব বলেন, নিহত আজিজুল ইসলাম ব্যবসার কাজে নিজ গ্রাম মাসান ডোবা থেকে পার্বতীপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ট্যাক্সের হাট সামনে রংপুরগামী বাসের জন্য অপেক্ষায় ছিলেন। এ সময় হঠাৎ ট্রাক আজিজুল ইসলামকে চাপা দেয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।