মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর: রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা আলতাফ নগরে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে মাওলানা মিজানুর রহমান আজহারীর গুরুত্বপূর্ণ ইসলামী নসিহত শোনার জন্য লাখো মানুষের ঢল নেমেছে। আজ ৮ জানুয়ারি সকাল ৮টা থেকে এ উদ্দেশ্যে ইসলামপ্রিয় তৌহিদী জনতারা মাহফিলে জড়ো হতে থাকেন। অল্প কিছুক্ষণের মধ্যেই জনতার ঢলে আশেপাশের এলাকা কানায় কানায় পরিপুর্ণ হয়ে যায়। জায়গা সংকুলান না হওয়ায় হাজার হাজার জনতা হাট-বাজার, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনেছেন। জনগণের সুবিধার জন্য ৫ স্থানে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দা টানা হয়। বাদ জোহর ২ প্লাটুন পুলিশের নিরাপত্তায় মঞ্চে ওঠেন মাওলানা মিজানুর রহমান আল আজহারী। প্রায় দেড় ঘণ্টা যাবত কুরআন সুন্নাহ ভিত্তিক গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন এই বিশ্ববরেণ্য তরুণ মুফাসসির। বয়ান শেষে মোনাজাতে লক্ষাধিক জনতার মধ্যে অধিকাংশকেই চোখের পানি ছেড়ে কাঁদতে দেখা গেছে।
জানা গেছে, দুবাই প্রবাসী আলতাফ হোসেন এ মাহফিলের আয়োজন করেছেন। এছাড়াও তিনি এ এলাকার উন্নয়নে ৫ একর জমি জুড়ে প্রাচীর ঘিরে কবরস্থান ও এলাকায় একটি দৃষ্টিনন্দন মসজিদ বানিয়েছেন । উল্লেখ্য, এ মাহফিলের জন্য আজহারী হুজুরকে হেলিকপ্টারে নিয়েছিলেন আয়োজক আলতাফ হোসেন। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মাহফিল সম্পন্ন হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।