মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি,রংপুর : রংপুরের পীরগঞ্জে গভীর নলকূপের পানি নিষ্কাশনের জন্য তৈরি করা কূপে (কুয়া) পড়ে যাওয়া শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। বিকেলে ফায়ার সার্ভিসের কর্মীরা কূপ থেকে লাশ দুটি উদ্ধার করেছে। শুক্রবার (২৫ জুন) দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়পুর গ্রাম এ ঘটনাটি ঘটে। নিহত শিশু জিম (৮) জয়পুর এলাকার আব্দুল হালিমের ছেলে এবং মিলন (২৪) একই এলাকার আজহার আলীর ছেলে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জয়পুর এলাকার আব্দুল হালিম নলকূপের পানি নিষ্কাশনের জন্য ১৫ ফিট গভীরতার একটি কূপ তৈরি করেন। সেই অরক্ষিত কূপে তার ছেলে জিম (৮) পড়ে যায়। তাকে সেখান থেকে উদ্ধারের জন্য এগিয়ে আসে প্রতিবেশী যুবক মিলন। কূপ থেকে মই বেয়ে শিশু জিমকে উপরে তোলার সময় মই ভেঙে মিলন নিজেও কূপের মধ্যে পড়ে যান। পরে এলাকার লোকজন উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলেও ঘটনাস্থলে পৌঁছার আগেই তাদের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কূপ থেকে জিম ও মিলনের লাশ উদ্ধার করে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, নলকূপের পানি নিষ্কাশনের জন্য তৈরি করা কূপে পড়ে যায় শিশু জিম। তাকে বাঁচাতে গিয়ে মিলন নামে এক যুবক কূপের মধ্যে পড়ে গেলে সেখানে দুইজনেরই মৃত্যু হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।