মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : নিউ জুম্মাপাড়া ইউনাইটেড ক্লাব রংপুরের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেণ্টের তৃতীয়তম ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩ ডিসেম্বর ) বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডস্থ নিউ জুম্মাপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ খেলায় জলকর এলাকার 'ব্ল্যাক অ্যাণ্ড হোয়াইট' দল ও নিউ জুম্মাপাড়া পুর্বটারীর 'জুনিয়র বয়েজ' দল অংশ নেয়। খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর সেকেন্দার আলী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিশেষ অতিথি ২৩,২৪ ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোছা: হাসনা বানু, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক লোকমান হোসেন, ২৩ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রশিদুল আলম বকুল, সভাপতি মাহাবুব হাসান সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনিরুজ্জামান রুপম প্রমুখ।
খেলা শেষে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা খেলোয়ারদের উদ্দেশে বলেন, মাঠটিকে খেলাধুলার অধিকতর উপযোগী করতে ও খেলোয়ারদের সার্বিক সহযোগিতায় পাশে থাকবেন। এছাড়াও এলাকার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন। উক্ত খেলায় উভয় দল ০-০ গোলে ড্র করলে টুর্নামেণ্টের নিয়ম অনুয়ায়ী খেলা টাইব্রেকারে গড়ায়। এতে জুনিয়র বয়েজ দল ৩ গোলে জয়লাভ করে এবং ব্ল্যাক অ্যাণ্ড হোয়াইট ২ গোলে রানার আপ হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।