মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
রংপুরের এক নব দম্পতি লালমনিরহাটে মামার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন। মঙ্গলবার বিকালে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের সতী নদীতে ডুবে যাওয়া ওই দম্পতির লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহতরা হলেন, রংপুর নগরীর বাহারকাছনা এলাকার মকবুল হোসেনের পুত্র আনোয়ারুল ইসলাম (২২) ও তার স্ত্রী সুমাইয়া আকতার বৃষ্টি ( ১৯)।
বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা সহিদুল ইসলাম শাহীন জানান, রংপুরের আনোয়ারুল ইসলাম তার নববিবাহিত স্ত্রীকে নিয়ে সদর উপজেলার রাজপুর ইউনিয়নে মামা আব্দুল কাদেরের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে মামার বাড়ির পাশের সতী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় লালমনিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা বিকালে নবদম্পতির লাশ উদ্ধার করেন।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান, পরিবারগুলোর কোনো অভিযোগ না থাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের হস্তক্ষেপে লাশ দুইটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।