মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর: রংপুরের তিস্তা সেচ ক্যানেল থেকে বস্তাবন্দি তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। গ্রেফতার আরিফু্ল ইসলাম (২৬) তারাগঞ্জ উপজেলার উজিয়াল হাড়িয়ালকুটি এলাকার মৃত আপিল উদ্দীনের ছেলে।বৃহস্পতিবার গাজীপুর জেলার শ্রীপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গত রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে তিস্তা সেচ ক্যানেল থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, সকালে বস্তাবন্দি অবস্থায় কিছু একটা পড়ে থাকতে দেখে বিষয়টি ইউপি চেয়ারম্যান সুলতানা আক্তার কল্পনাকে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মরদেহের সঙ্গে পাওয়া কাগজপত্রের সূত্র ধরে তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। সদর থানা পুলিশের ওসি (তদন্ত) জাকির হোসেন জানান, শ্বাসরোধ করে হত্যার পর কে বা কারা মরদেহটি ফেলে রেখে গেছে। নিহতের পরিচয় শনাক্ত করাসহ ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।