মো: মেহেদী হাসান পুঠিয়া:
যে যার ইচ্ছেমতো ভোট দেবে, কেউ বাধা দিতে পারবে না। কোথাও কেউ কোন সংঘাত করতে পারবে না। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল সাড়ে ৩ টায় রাজশাহী জেলা ও মহানগরের নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যোগ দিয়ে ভাষণ দেন।
তিনি বলেন, 'যার যার ভোট সে তার ইচ্ছামতো দেবে। সেই পরিবেশটাও আমাদের রক্ষা করতে হবে। সহনশীল আচরণ দেখাতে হবে। মনে রাখতে হবে এই নির্বাচনটা বাংলাদেশের জন্য একান্তভাবে জরুরি।'
প্রধানমন্ত্রী বলেন, 'এই বাংলাদেশ নিয়ে তো অনেকে খেলতে চায়। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, জয় বাংলা স্লোগান যারা নিষিদ্ধ করে দেয়, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ যারা নিষিদ্ধ করে দেয়, তারা দেশটাকে ধ্বংস করবে। তারা যেন এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেটাই আমাদের লক্ষ্য। তাই নির্বাচন করতে হবে শান্তিপূর্ণভাবে। যার যার ইচ্ছা মতো ভোট দেবে। এখানে কেউ কাউকে বাধা দিতে পারবে না।'
নির্বাচনে সং'ঘাত চান না জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, 'কোনোরকম সং'ঘাত আমি চাই না।। আমি চাই সত্যিকার অর্থে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যে যার ইচ্ছা মতো ভোট দেবে। সেটাই আমাদের লক্ষ্য। তাহলে বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত থাকবে।'
এসময় তিনি কোনো রকমের সংঘাত ছাড়াই নির্বাচনে যাতে সবাই আনন্দ মুখর পরিবেশে ভোট দিতে পারেন সে বিষয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের দিক নির্দেশনা দেন। এসময় নেতা কর্মীরা মনোযোগ দিয়ে তার বক্তব্য শুনেন। নির্বাচনী জনসভা উপলক্ষে রাজশাহীর বানেশ্বর সরকারি কলেজ মাঠে জেলা ও মহানগরের হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী জমায়েত হন। এসময় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় কমিটির সদস্য আখতার জাহানসহ রাজশাহীর ছয় আসনের আওয়ামী লীগ মনোনীত ছয়জন প্রার্থীও উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।