ক্রাইম পেট্রোল ডেস্কঃ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির সৌজন্যে গাজীপুরের জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ মে,২০২২ খ্রি.) সকালে জয়দেবপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে এই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন,জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। আমাদের শিশুদেরও এমনভাবে প্রস্তুত করতে হবে যেনো আমাদের শিশুরা মানুষের মতো মানুষ হয়ে তারাও বড় হয়ে অন্যকে সাহায্য করতে পারে।।
এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাড. ওয়াজ উদ্দিন মিয়া, প্যানেল মেয়র অ্যাড. আয়েশা আক্তার, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সদস্য দিলরুবা ফাইজিয়া,কাউন্সিলর শাহজাহান মিয়া সাজু, হাসান আজমল ভূইয়া, বিদ্যালয়ের সভাপতি এড সুদীপ কুমার চক্রবর্তী, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ কাজল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুন নেছা,প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।