মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
"দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধু'র বাংলাদেশ" এ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কুমিল্লার হোমনায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং যুব ঋণ বিতরণ করা হয়। র্যালিটি সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে দিবসটি উদ্বোধন করে র্যালিতে অংশগ্রহণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা -তিতাস) সংসদীয় আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে যুবকদেরকে দক্ষ যুবক হিসেবে গড়ে তুলে কাজে লাগাতে হবে যাতে যুবকরা বিপদগামী না হতে পারে। যুবকদেরকে কাজে লাগাতে পারলে যুবকরা মাদক, জঙ্গী, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকান্ডে জড়াতে পারবে না এবং নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরমেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. মহসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুন্নাহার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুজ্জামান খোকন ও যুগ্ন সাধারণ সম্পাদক মো. গাজী ইলিয়াস, হোমনা উপপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স প্রমুখ।
সভায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ১৫ জন যুব ও যুব মহিলার মাঝে ৬ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।