প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ৩:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৮, ২০২২, ৯:২৫ অপরাহ্ণ
যানজট নিরসনে বাংলাবান্ধা বন্দরে ফোর লেন কাজের উদ্বোধন
![]()
আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বাংলাবান্ধ স্থলবন্দর এলাকায় যানজট নিরসনে পিএমপি (সড়ক) কর্মসূচির আওতায় বাংলাবান্ধা স্থলবন্দরে এক কিলোমিটার রাস্তা ফোর লেনে সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে পঞ্চগড় সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন বিকেলে পঞ্চগড় সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে বাংলাবান্ধা এলাকায় জিরো পয়েন্ট থেকে এক কিলোমিটার ফোর লেন রাস্তার কাজের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান।
পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, প্রায় ৯ কোটি ৪৮ লক্ষ টাকা ব্যয়ে এই ফোর লেন রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে যা ইতিমধ্যে কাজ শুরুও হয়েছে।
কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরত-ই- খুদা মিলন প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube