অনলাইন ডেস্ক >>
যশোরে নিখোঁজের একদিন পর তৃষা (৮) নামে এক স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের খোলাডাঙ্গা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত তৃষা শহরের খোলাডাঙ্গা এলাকার তরিকুল ইসলামের মেয়ে ও কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। রোববার থেকে ওই ছাত্রী নিখোঁজ ছিল।
নিহত তৃষার মা জোসনা জানান, রোববার বিকালে আরবি পড়ে বাসায় ফেরে তৃষা। এরপর খেলতে বের হয়ে আর ফিরে আসেনি। গত ২৪ ঘণ্টায় মাইকিংসহ সবখানে খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। সোমবার সন্ধ্যায় এলাকার ডোবায় তার বস্তাবন্দি লাশ পাওয়া যায়। খবর শুনে পুলিশ সেখানে যায়।
কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সমীর কুমার সরকার জানান, সন্ধ্যা ৭টার দিকে শহরের খোলাডাঙ্গার একটি ডোবা থেকে শিশু তৃষার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে কারা হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।