তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) থেকে:
জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানার ১৯ জেলায় সার সরবরাহ বন্ধ রয়েছে। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে সার কারখানার আমদানি করা পচা-গলা ও জমাট বাঁধা সার নিতে অনীহা প্রকাশ করে সার সরবরাহ বন্ধ রেখেছে ডিলাররা।
ডিলার ও জেএফসিএল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যমুনা সার কারখানা থেকে ১৯শ ডিলারের মাধ্যমে ১৯ জেলায় সার সরবরাহ করে আসছে। কারখানা থেকে ডিলারদের বরাদ্দের প্রতি ট্রাকে ১২ মে:টন সারের মধ্যে ১০ মে:টন যমুনা সার কারখানার উৎপাদিত সার এবং ২ মে:টন আমদানি করা সার সরবরাহ দিয়ে আসছিল। ডিলারগণ আমদানি করা ২ মে:টন সার পচা-গলা ও জমাট বাঁধা আখ্যায়িত করে ওই সার সরবরাহ নিতে অনীহা প্রকাশ করে ৪দিন ধরে সার সরবরাহ বন্ধ রেখেছে। সার কারখানায় আজ শনিবার পর্যন্ত মোট ৮৫ হাজার মে:টন সারের মধ্যে আমদানি করা সার ৩৩ হাজার মে:টন সার মজুদ রয়েছে।
এ ব্যাপারে ড্রাইভার রফিকুল ইসলাম জানান,কারখানা থেকে আমদানি করা সার নিয়ে গেলে ডিলারগণ ট্রাক থেকে সার নামাতে দেয় না এবং ভাড়াও দিতে চায় না। এজন্য ডিলারগণ আমদানি করা সার না নেওয়ায় ৪দিন ধরে সার পরিবহণ বন্ধ রয়েছে। আমরা বিপাকে আছি।
সার ডিলার আলী আকবর জানান, জেএফসিএল কর্তৃপক্ষের সাথে দফায় দফায় আমদানি করা পচা-গলা ও জমাট বাঁধা সার সরবরাহে অনীহা প্রকাশ করা সত্ত্বেও আমাদের ওপর আমদানি করা ২ মে:টন সার চাপিয়ে দিয়েছে।ওই সার কৃষক ক্রয় করতে মোটেও রাজি নয়। তাই আমরা সার কারখানার সার সরবরাহ বন্ধ রেখেছি।
এ ব্যাপারে সার কারখানার ব্যবস্থাপক বাণিজ্যিক ওয়ায়েছুর রহমান জানান, ডিলারগণ আমদানি করা সার নিতে অনীহা প্রকাশ করে ৪ দিন যাবৎ কারখানা থেকে সার সরবরাহ বন্ধ রেখেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।