তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী(জামালপুর) থেকে :
যমুনা সার কারখানা কোম্পানী লিমিটেডের এক কর্মকর্তার বিরুদ্ধে কারখানার পেট্রোল পাম্প থেকে অকটেন তেল আত্মসাত করার অভিযোগ উঠেছে।
জেএফসিএল সূত্রে জানা গেছে,সরিষাবাড়ী উপজেলার পোগলদীঘা ইউনিয়নের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানী লিমিটেড।এ কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ মঈনুল হক এর নির্দেশে প্রধান কার্যালয় থেকে আগত গাড়ীর নামে যাহার নং-ঢাকা মেট্রো-গ-৩৫-৭৪০০। গত ১৮ আগস্ট কারখানার নিজস্ব পেট্রোল পাম্প থেকে ব্যাক্তিগত গাড়িতে ৪০ লিটার অকটেন তেল সরবরাহ করা হয়।এ নিয়ে কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের মাঝে নানা সমালোচনা চলছে।এ ছাড়াও কারখানায় যোগদানের পর থেকে মোহাম্মদ মঈনুল হক একটি সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতি করে আসছেন যা তদন্ত করলে সত্যতা মিলবে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান।
এ ব্যাপারে কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ মঈনুল হক জানান,ওই গাড়ীটি আমার ভাড়া করা। ওই গাড়ীতে আমি অকটেন তুলি নাই বলে পাশ কেটে যান।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুদ্বিপ মজুমদার বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।