পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে বন্ধ চিনিকল পরিদর্শনে এসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের(অন্তর্বর্তী) শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, 'যত দ্রুত সম্ভব আমরা চিনিকল চালু করার চেষ্টা করছি। সে জন্যই আসা। আমরা কাজ শুরু করে দিয়েছি। আপনারা বিশ্বাস রাখেন যত দ্রুত সম্ভব আমরা আপনাদের সহযোগিতায় শুরু করতে পারবো।
শনিবার (১৬ নভেম্বর) বিকালে পঞ্চগড় চিনিকল পরিদর্শন শেষে, মিল মাঠে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, 'আমরা অ'ন্যায়ের বিরুদ্ধে, অ'বিচারের বিরুদ্ধে মানুষের উন্নতির জন্য চেষ্টা করছি।এই চেষ্টা করতে কিন্তু এখানে আসা। এই উত্তর বাংলায় যেন একটা কাজের পরিবেশ তৈরি হয়। যেন মানুষ তার পেশায় ফিরে যেতে পারে। মানুষ তার পেশা আরো এগিয়ে নিতে পারে। মানুষ যেন তার পেশা নিয়ে গর্ববোধ করতে পারে।'
জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় সারজিস আলম, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ,জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির পঞ্চগড় জেলা শাখা মাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন,সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম,জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।