দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের রশিদপুর এলাকায় দু'টি বাসের মুখোমুখি সং'ঘর্ষ হয়েছে। এতে বাস চালকসহ ১৯ যাত্রী আ'হত হয়েছেন। আ'হতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১১ মে) সকাল পৌনে ১১টার দিকে ময়মনসিংহ সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই আশিকুল হক জানান, ঢাকা থেকে নেত্রকোনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের রশিদপুর নামক স্থানে মুখোমুখি সং'ঘর্ষ হয়। এতে বাসের চালকসহ অন্তত১৯ জন আ'হত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ
ক্যাম্পর উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান বলেন, ১৯ জনকে হাসপাতালে আনা হয়েছিল। ১১ জনকে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় গু'রুতর আ'হত হয়েছেন একজন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।