দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
ময়মনসিংহের তারাকান্দায় দরিদ্র দুই প্রতিবন্ধীকে চাউল ও আর্থিক সহায়তা করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
জানা গেছে, তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের বাঁশতলা গ্রামের দরিদ্র প্রতিবন্ধী এনামুল হক মন্ডল পথের ধারে নেহারী দোকান করে ৪ সদস্যের পরিবার নিয়ে কষ্টে দিনাতিপাত করছে।
প্রতিবন্ধী এনামুল হক মন্ডলকে নিয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত গতকাল মঙ্গলবার এনামুল হকের খোঁজখবর নিতে বাঁশতলা গ্রামে যান।
এ সময় ইউএনও মিজাবে রহমত আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন. তারাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক বিশ্বাস. সাবেক ইউপি সদস্য মেঃ আতাউল্লাহ্ সাংবাদিক তৌকির আহাম্মদ শাহীন নাজমুল হকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। অপরদিকে সড়ক দুর্ঘটনা প'ঙ্গুত্ববরণ করা দরিদ্র প্রতিবন্ধী ফাতেমা বেগমকে ৩০ কেজি ওজনের চাউলের বস্তা সহায়তা করেন।
দরিদ্র প্রতিবন্ধী পঙ্গু ফাতেমা সকাল থেকে বিকেল পর্যন্ত ময়মনসিংহ – হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার তালদিঘি মডেল মসজিদের সামনে হুইল চেয়ারে বসে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।