দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অঞ্চল ০৩ এর কার্যক্রম পরিদর্শন করেছেন মেয়র মো. ইকরামুল হক টিটু। বুধবার (১৭ আগস্ট) তিনি অঞ্চল ০৩ এ চালু হওয়া জন্ম নিবন্ধন, ট্যাক্সসহ সকল বিভাগের কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া, আগামী সপ্তাহ থেকে প্রতি মঙ্গলবার সকাল ০৯ টা থেকে বেলা ০৩ টা পর্যন্ত অঞ্চল ০৩ এ প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের ঘোষণা দেন মেয়র।
উল্লেখ্য, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নাগরিকসেবা সহজিকরণ এবং গতি বৃদ্ধিতে ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর অঞ্চল ০২ ও ০৩ এর কার্যালয় চালু করেন মসিক মেয়র। এছাড়া অঞ্চল ০১ এর কার্যক্রম নগর ভবন থেকে পরিচালিত হচ্ছে। বর্তমানে আঞ্চলিক কার্যালয় থেকে জন্ম নিবন্ধন, ট্যাক্স প্রদান, প্রকৌশল, মশক নিধন ইত্যাদি সেবাসমুহ প্রদান করা হচ্ছে।
পরিদর্শনকালে প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মনোয়ার হোসেন বিপ্লব, ২৫,২৬,২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর আইরীন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।