দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
ময়মনসিংহ সদর উপজেলায় ট্রাক ও মাহিন্দ্রার সং'ঘর্ষে দুইজন নি'হত ও তিনজন আ'হত হয়েছেন। নি'হতদের একজন হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চর-আলগী সরকার বাড়ির গিয়াস উদ্দিনের ছেলে হারুনুর রশীদ (৩৫)। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি।রবিবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের তৈয়ব আলীর হ্যাচারির সামনে এ দু'র্ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে একটি যাত্রীবাহী মাহিন্দ্র ঈশ্বরগঞ্জ থেকে ময়মনসিংহ যাওয়ার পথে সদর এলাকার পুলিয়ামারী তৈয়ব আলী ফিসারীর সামনে আসতেই একটি ট্রাকের সঙ্গে সং'ঘর্ষ হয়। মাহিন্দ্রটি ধা'ক্কা লেগে দিয়ে পার্শ্ববর্তী একটি দোকানে ঢুকে পড়ে। এতে মাহিন্দ্রার পাঁচ যাত্রী আ'হত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দু'জন মা'রা যান।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, এ ঘটনায় আ'হত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হলে রবিবার রাত ১১টার দিকে হারুনুর রশিদ নামে একজন মা'রা যান। পরে রাত ২টার দিকে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মা'রা যান। তার পরিচয় এখনো জানা যায়নি। তবে ঘটনার পর ট্রাকের চালক পা'লিয়ে গেলেও ট্রাক ও মাহিন্দ্রটি জব্দ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।