দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১০টি চো'রাই গরুসহ দুইজনকে গ্রে'ফতার করেছে।
গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আন্তঃ জেলার গরু চো'রের দল জামালপুর হতে একটি ট্রাকে চো'রাই গরু নিয়ে নেত্রকোনার উদ্দেশে রওনা হয়েছে। এই খবরের ভিত্তিতে কোতোয়ালী থানার এসআই মোঃ হারুনুর রশিদ সংগীয় ফোর্স নগরীর টাউন হল হতে কাচিঝুলি এলাকায় টহল জোরদার করে তল্লাশি শুরু করে।
পরে চো'রের দল গরুসহ স্টেডিয়াম এর পিছনে (আউটার স্টেডিয়াম) সংলগ্ন কাচিঝুলি জবেদ আলী রোডের দিকে আসলে পুশিল তাদের ধা'ওয়া করে।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর দলের সদস্য মিন্টু, শহিদ, শিপনসহ অজ্ঞাতনামা ৪/৫জন পালিয়ে যায়।
এসময় কাঠগোলা এলাকার মোঃ নূরুল ইসলামের ছেলে মোঃ লুৎফর রহমান জীবন (২৬) কে গ্রেফতার করা হয়। এসময় ১টি ট্রাকসহ ১০টি চো'রাই গরু উদ্ধার করে। পরবর্তীতে গ্রে'ফতারকৃত জীবনের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে পলাতক আসামী শিপনকে গ্রে'ফতার করা হয়।
গ্রেফতারকৃতরা গরু চু'রির সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে জানান, বিভিন্ন জায়গা হতে গরু চু'রি করে নিজ হেফাজতে রেখে দীর্ঘদিন যাবত চো'রাই গরু কেনা-বেচা করতো তারা। তারা আরো জানায়, আটককৃত ১০টি গরু জামালপুর জেলা মেলান্দহ ও মাদারগঞ্জ থানার বিভিন্ন এলাকা হতে চু'রি করা হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, 'গ্রে'ফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।