দিলীপ কুমার দাস, জেলা প্রতিনিধি, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ধোবাউড়ায় স্ত্রীকে হ'ত্যা করে ম'রদেহ নিয়ে দিনভর ঘরেই অবস্থান করেন স্বামী। সন্ধ্যায় এক শিশু তার বাড়িতে গেলে হ'ত্যার বিষয়টি জানাজানি হয়। পরে রাতেই পাষণ্ড স্বামীকে গ্রেফতার করে পুলিশ। উপজেলার বাঘবেড় ইউনিয়নে শোলাকান্দা গ্রামে এই ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ভিকটিমের পরিবার ধোবাউড়া থানায় একটি হ'ত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শোলাকান্দা গ্রামের আবুল কালাম এবং তার স্ত্রী জয়গুনা আক্তারের (৪৫) সাথে ঝ'গড়া লেগেই থাকতো। আবুল কালাম মা'দক সেবন করতেন।
এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক ক'লহ লেগেই থাকতো। এরই জের ধরে গত রবিবার দিবাগত ভোররাতে আবুল কালাম তার স্ত্রীকে শ্বা'সরোধ করে হ'ত্যা করেন। পরে দিনভর স্ত্রীর লা'শ নিয়ে বাড়িতেই অবস্থান করে আবুল কালাম। সন্ধ্যায় একটি ছোট শিশু তার বাড়িতে গেলে হ'ত্যার বিষয়টি জানাজানি হয়। তাৎক্ষণিক পুলিশ খবর পেয়ে আবুল কালামকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে নি'হতের পরিবারের লোকজন জানান, মা'দক সেবন নিয়ে ঝ'গড়া করে রাতে জয়গুনাকে হ'ত্যা করেছে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি হ'ত্যাকাণ্ড, লা'শ ময়মনাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।