দিলীপ কুমার দাস জেলা প্রতিনিধি ময়মনসিংহঃ
মযমনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা, র্যালী, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। “একটাই পৃথিবী, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২২ বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে অনুষ্ঠিত হয়।
রবিবার (০৫ জুন) র্যাালী শেষে ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ এনামুল হক এর সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক দিলরুবা আহমেদ স্বাগত বক্তব্য রাখেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ও সাবেক বিভাগীয় প্রধান ড. এম. এ. ফারুখ।
দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, বিশেষ অতিথি মযমনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হারুন-অর-রশিদ, মযমনসিংহ সিটি কর্পোরেশনের সচিব রাজীব কুমার দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে অতিথিবৃন্দ চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার এবং উপস্থিতিদের মাঝে পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।