দিলীপ কুমার দাস (ময়মনসিংহ প্রতিনিধি):
সম্প্রতি ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় ফ্ল্যাশ ফ্লাড হয়। হঠাৎ এই বন্যায় গৃহহীন হয়ে বন্যা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে বেশ কিছু পরিবার। অদ্য শনিবার (৩ জুলাই ২০২১) তারিখে বন্যা আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ২৪১টি বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
প্রত্যেক পরিবারের মাঝে এ সময় চাল, ডাল, তেল, লবণ, সাবান ও আলু বিতরণ করা হয়৷ এছাড়াও তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এবং নিরাপদ পানি ব্যবস্থা করার জন্য জনস্বাস্থ্য অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে৷
বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারগুলোর হাতে ত্রাণ তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক। এ সময় উভয় উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি)গণ, পৌর মেয়রগণ উপস্থিত ছিলেন। এ ছাড়াও ত্রাণ বিতরণের সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীগণ এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক জানান, জেলা প্রশাসন ময়মনসিংহের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপহারস্বরুপ আরও ২,০০০ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।