দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ভালুকায় ডিম বহনকারী একটি পিকআপ আ'টকে অ'স্ত্রের ভ'য় দেখিয়ে ৭৫ হাজার ডিম লু'টের ঘটনায় ছয় ডা'কাতকে গ্রে'ফতার করেছে ডিবি পুলিশ। শনিবার বিকেলে জেলা ডিবি পুলিশের ওসি মো. সফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
এর আগে, শুক্রবার ময়মনসিংহ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ছয় ডা'কাতকে গ্রে'ফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ভালুকার ভরাডোবা এলাকার খোরশেদ হোসেন জুয়েল, সুমন মিয়া, আব্দুস সামাদ, ত্রিশালের গোপালপুরের আবু রায়হান, গুজিয়াম গ্রামের এনামুল হক প্রভাত ও অলহরি গ্রামের সোহাগ আলী।
ওসি সফিকুল জানান, ৩০ মে রাত সোয়া ২টার দিকে ভরাডোবা-উথুরা সড়কে একদল ডা'কাত দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে এসে ৭৫ হাজার মুরগির ডিম বহনকারী একটি পিকআপসহ চালক মমিন, সহযোগী সুমন মিয়া ও ম্যানজার সবুজকে অ'স্ত্রের ভ'য় দেখিয়ে ডিমগুলো লু'ট করে। এ ঘটনায় পরদিন ভালুকা মডেল থানায় মামলা করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয় ডিবি পুলিশের ওপর।
তদন্তের ধারাবাহিতায় শুক্রবার গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ছয় ডা'কাতকে গ্রে'ফতার করা হয়। এ সময় ডা'কাতির কাজে ব্যবহৃত প্রা'ইভেটকার, লু'ট করা ডিমের পি'কআপ ও ১ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। অবশিষ্ট ডিম উদ্ধার ও জড়িত অন্য আসামিদের গ্রে'ফতারের চেষ্টা চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।