জেলাপ্রতিনিধি,ময়মনসিংহ :
ময়মনসিংহে ঢিলেঢালাভাবে বিএনপি-জা'মায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। তবে এই হরতালের কোন প্রভাব পড়েনি জনজীবনে।
সকাল থেকে হরতালের পক্ষে কোনো মিছিল, পি'কেটিং বা সভা-সমাবেশের খবর পাওয়া যায়নি।
সকালে দোকান-পাট বন্ধ থাকলেও দুপুরের দিকে দোকান-পাট খুলতে শুরু করে ব্যবসায়ীরা।সড়ক ও মহাসড়কজুড়ে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল ছিল স্বাভাবিক। অধিকাংশ দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল করেছে। সকাল থেকে নগরীর মাসকান্দা বাসস্ট্যন্ড থেকে ঢাকাগামী বাস ছেড়ে গেছে। তবে যাত্রী সংখ্যা তুলনামূলক কম ছিল।
হরতালে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিল।
এদিকে, হরতালের বিপক্ষে ময়মনসিংহ জেলা শহরে ছাত্রলীগ ও যুবলীগ একটি মোটরসাইকেল শোভাযাত্রা করে শহর প্রদক্ষিণ করে। এছাড়াও ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।