দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
বড় ধরণের ট্রেন দু'র্ঘটনা রক্ষা করলেন শিক্ষা কর্মকর্তা! শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটের সময় ময়মনসিংহ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূঞা বাড়ি যাওয়ার পথে শম্ভুগঞ্জ রেলক্রসিং পার হওয়ার সময় তিনি লক্ষ্য করলেন ময়মনসিংহগামী একটি ট্রেন ক্রসিং এর কাছাকাছি চলে আসছে।
এ সময় তিনি কোন রকম সিগনাল দেখতে না পেয়ে তিনি নিজে যাত্রীবাহী বাস, ট্রাক, প্রাইভেটকার থামান।এসময়ে তিনি না থাকলে এবং উদ্যোগ গ্রহণ না করলে বড় ধরণের দু'র্ঘটনা ঘটতে পারতো।
ময়মনসিংহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, সামাজিক, সাহসিক বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তিনি ২০২১ সালে বাংলাদেশ স্কাউটস থেকে উডব্যাজ পেয়েছেন।
এ বছর তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন। এই কাজটিকে তিনি সামাজিক দায়িত্ব মনে করেই করেছেন জানান তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।