দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে স্বাধীন মিয়া নামে এক মুরগির খামারির মৃ'ত্যু হয়েছে। স্বাধীন মিয়া উপজেলার সোহাগী ইউপির দরুন বড়ভাগ গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়ন, বড়হিত, উচাখিলা ও রাজিবপুর ইউনিয়নসহ নান্দাইল উপজেলার চন্ডিপাশা, নান্দাইল, গাংগাইল, শেরপুরসহ বিভিন্ন ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ছোট বড় অনেক গাছ উ'পড়ে পড়ে। ভেঙে যায় কাঁচা, আধাপাকা বাড়ি, মসজিদ, মাদরাসাসহ আশ্রয় প্রকল্প।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, স্বাধীন মিয়া রাতে নিজের মুরগির খামারে ঘুমাচ্ছিলেন। সোমবার রাত দুইটার দিকে প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে মুরগির খামারে বিশাল একটি গাছ পড়ে ঘটনাস্থলেই মা'রা যান তিনি। এছাড়া ওই গ্রামে ঝড়ে দুটি গরু মা'রা গেছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন এসব তথ্য নিশ্চিত করে জানান, সরকারের দেয়া আশ্রয়ণ প্রকল্পের দুইটি ঘর ক্ষ'তিগ্রস্ত হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের দুইটি ঘর মেরামত করার জন্য কাঠ মিস্ত্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।