জেলাপ্রতিনিধি, ময়মনসিংহ>>
ময়মনসিংহে নগরীর ছোটবাজার এলাকায় বুধবার ( ৯ নভেম্বর ) দুপুর ২ টার দিকে এক ব্যবসায়ীর গায়ে ময়লা ছিটিয়ে ৪ লাখ টাকা ছি'নিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। টাকা ছি'নিয়ে নেওয়ার আগে ছি'নতাইকারীরা ভুক্তভোগী ব্যবসায়ীর পরনে থাকা পাঞ্জাবিতে কাঁদা জাতীয় ময়লা ছিটিয়ে তাকে ব্যতিব্যস্ত করে তুলে। নগরীর ছোটবাজার অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শামসুল আলম কোতোয়ালি মডেল থানার ওসি, শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'দুপুর ২ টারদিকে নগরীর ছোটবাজার এলাকার একটি বেসরকারী ব্যাংক থেকে ৯ লাখ টাকা উত্তোলন করেন শামসুল আলম। পরে ৫ লাখ টাকা অপর একটি ব্যাংকে জমা দেন। অবশিষ্ট ৪ লাখ টাকা নিয়ে আরো একটি ব্যাংকে যাচ্ছিলেন। ঠিক এই সময় একদল ছি'নতাইকারী ভুক্তভোগীর পরণে পাঞ্জাবিতে কাঁদা র মতো ময়লা ছুঁড়ে মারে। পরে ছি'নতাইকারীরা তাকে বলতে থাকে আপনার পাঞ্জাবিতে ময়লা লেগেছে। পাঞ্জাবিতে ময়লা দেখতে পেয়ে ভুক্তভোগী পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ার সুযোগে হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় ছি'নতাইকারীরা।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ অরো বলেন, 'এ ঘটনায় সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করেছেন শামসুল আলম। ঘটনার পর ঘটনাস্থলের কাছে কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে পুলিশ। এটি ছি'নতাই নয়, এক ধরণের প্র'তারণা। এই চ'ক্রটিকে ধরতে পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।