দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহ :
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বগরাপাড়া এলাকায় শনিবার সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় গাড়িচাপায় বাদল মিয়া (৪৫) নামে এক শ্রমিক আহত হন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।তিনি উপজেলার কাচিনা ইউনিয়নের কামাড়িয়া বড়চালা গ্রামের আবদুল বারেক আকন্দের ছেলে। তিনি স্থানীয় সেফড মিল কারখানায় লোড-আনলোডের কাজ করতেন।
একাধিক সূত্রে জানা গেছে , শনিবার ওই স্থান দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন বাদল মিয়া। ওই সময় ময়মনসিংহগামী অজ্ঞাত পরিচয় গাড়ি চাপায় তিনি গুরুতর আ'হত হন।
তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেওয়ার পর চিকিৎাধীন অবস্থায় রোববার দুপুরে মারা যান।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।