দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহ>>
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে ময়লা পানির গ'র্ত থেকে এক শিশুর ম'রদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সৎ মাকে আ'টক করেছে পুলিশ। নি'হত শিশু একই এলাকার মাহমুদুল হাসানের ছেলে মো. মারুফ (৬)।এর আগে সোমবার রাত ১১টায় ওই ইউনিয়নের জামিদিয়া এলাকা থেকে ম'রদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, 'মাহমুদুল তার প্রথম স্ত্রীকে তা'লাক দিয়ে আরেকটি বিয়ে করে। এ কারণে মারুফ মায়ের আদর থেকে বঞ্চিত ছিল।অন্যদিকে সৎ মা তাকে ঠিকমতো আদর করত না।'
তারা আরও জানান, 'সোমবার রাত ১০টায় শিশু মারুফ ঘর থেকে হঠাৎ নি'খোঁজ হলে পরিবার ও প্রতিবেশীরা তাকে খোঁজাখুঁজি করে৷ একপর্যায়ে বাড়ির লোকজনের গোসলের পানি যাওয়ার ছোট গ'র্তে ম'রদেহটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ম'রদেহ উদ্ধার করে।'
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর জানান, 'সোমবার রাত ১১টায় শিশু মারুফের ম'রদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, শিশু মারুফের গ'লায় ও পায়ে আ'ঘাতের চিহ্ন পাওয়া গেছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সৎ মা তাকে হ'ত্যা করে পানির গ'র্তে ফেলে দিয়েছে। সৎ মাকে আ'টক করা হয়েছে। মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।