দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের চকমতি গ্রামে জমি-সংক্রান্ত অভিযোগের তদন্ত করতে গিয়ে মোটরসাইকেল খোয়ালেন নান্দাইল মডেল থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলার নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের চকমতি গ্রামে আনোয়ারুল ইসলাম ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার দিন রাতেই আলমগীর হোসেন নান্দাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে, বৃহস্পতিবার পর্যন্ত চু'রি হওয়া মোটরসাইকেলের হদিস মেলেনি।
উপসহকারী পরিদর্শক আলমগীর হোসেন এ সব তথ্য সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, 'গত বুধবার অভিযোগের তদন্ত করতে উপজেলার মুশুলী ইউনিয়নের চকমতি গ্রামের আনোয়ারুল হোসেন ভূঁইয়ার বাড়িতে যাই। বাড়ির বাইরে মোটরসাইকেল রেখে ভেতরে তদন্তের কাজ করছিলাম। পরে বাড়ি থেকে বের হয়ে দেখি আমার মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজাখুঁজির পরও মোটরসাইকেলটির কোনো হদিস পাইনি।'
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ সাংবাদিকদের বলেন, 'মোটরসাইকেলটি খুঁজে বের করতে অভিযান চলছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।