দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
ময়মনসিংহের গৌরীপুরে বিরল প্রজাতির প্রাণী সজারু আটক করেছে এলাকাবাসী। শনিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার সহনাটি ইউনিয়নের গিধাউষা গ্রামের সিরাজুল ইসলামের কচু ক্ষেত থেকে সজারুটিকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সজারুটিকে উদ্ধার করে বনবিভাগের নিয়োজিত স্টাফ।
জানা গেছে, সহনাটি ইউনিয়নের গিধাউষা গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বাড়ির পাশে কচু চাষ করেন। ওই কচু ক্ষেতে প্রবেশ করে কচু নষ্ট করছিল সজারুটি। এদিন এলাকাবাসী কৌশলে কচু ক্ষেত থেকে সজারুটি আটক করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হলে তিনি বন বিভাগের লোকজন ঘটনাস্থলে পাঠিয়ে সজারুটিকে উদ্ধার করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।