দিলীপ কুমার দাস. জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
ময়মনসিংহের গৌরীপুরের বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। এ উপলক্ষে রবিবার (২৫ ডিসেম্বর) সকাল এগারোটায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডে সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধার সন্তান ইউএনও হাসান মারুফ।
বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, ইকবাল হাসান খান, গিয়াস উদ্দিন, আবুল কালাম আজাদসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।বীর মুক্তিযোদ্ধাবৃন্দ তাদের বক্তব্যে আরেক বীর মুক্তিযোদ্ধার সন্তান ইউএনওর বিদায়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এছাড়াও সকালে উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে শিল্পকলা একাডেমি হতে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।