দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
ময়মনসিংহের গোরীপুর উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে আমন ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার গৌরীপুর খাদ্যগুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।
আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা, গৌরীপুর থানার সদ্য যোগদানকারী ওসি মোঃ মাহমুদুল হাসান, উপজেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন জুয়েল, আওয়ামী লীগ নেতা ডা. হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সাইফুল ইসলাম,ওসি এল এস ডি ( গৌরীপুর ) মো. বাবুল মিয়া, ওসি এলএসডি (শ্যামগঞ্জ) সিদ্ধার্থ শংকর তালুকদার প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।