দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
ময়মনসিংহের গৌরীপুরে অভ্যন্তরীন বোরো ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে গৌরীপুর খাদ্য গোদামে এ বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) নিকাত আরা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, সাবেক সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ, রাইস মিল মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন জুয়েল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল মুন্নাফ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল মুকতাদির শাহীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনসুর আহাম্মদ মিলন, গৌরীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাবুল মিয়া, শ্যামগঞ্জ খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্ধার্থ শংকর তালুকদার, ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ , মুক্তিযোদ্ধা সন্তান এবং জাতীয় শ্রমিকলীগের যুগ্ন আহ্বায়ক বিল্লাল হোসেন, প্রেসনিউজের প্রতিনিধি সাইফুল আলম,রিপোর্টার বাংলাটিভির ব্যুরোচিফ মাসুদ আলম প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার জানান- বোরো মৌসুমে গৌরীপুর ও শ্যামগঞ্জ খাদ্য গোদামে ২৭ টাকা কেজি দরে ২ হাজার ৯৯৩মেঃ টন ধান ও ৪০ টাকা কেজি দরে ১০ হাজার ৭৬০ মেঃ টন সিদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।