দিলীপ কুমার দাস, ময়মনসিংহ:
ময়মনসিংহের গৌরীপুরে অটোরিক্সা চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ । বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয় এবং চুরি হওয়া অটোরিক্সা উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, বোকাইনগর ইউনিয়নের ফুলহর গ্রামের নুরুল হকের ছেলে আল আমিন ঘটনার দিন সন্ধ্যায় আব্দুল গনি মৎস্য হ্যাচারি এন্ড নার্সারী থেকে রেনু পোনা নিয়ে রাত সোয়া ৮ টায় পৌর শহরের মাছুয়াকান্দা যায়। সেখানে জনৈক বিপ্লব এর ফিসারীর সামনে অটোরিক্সা রেখে রেনুভর্তি ব্যাগ দিতে যায়। ব্যাগ দিয়ে এসে দেখে তার অটোটি ওই স্থানে নেই। দুই ব্যক্তি দ্রুত অটোরিক্সাটি নিয়ে চলে যাচ্ছে। পরে তার ডাক চি'ৎকারে অপরিচিত ব্যক্তি মোটরসাইকেল দিয়ে তাদের ধা'ওয়া করে। এ সময় টহল পুলিশকে বিষয়টি অবগত করে। টহল পুলিশ ও বাইকচালক মিলে অচিন্তুপুর ইউনয়নের কৃষ্ণপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর খান পাঠানের ঔষধের ফার্মেসীর সামনে থেকে স্থানীয়দের সহযোগিতায় ২ চোরসহ অটোরিক্সাটি আ'টক করে থানায় নিয়ে আসে।
আটকরা হলেন, পৌর শহরের মাছুয়াকান্দা মহল্লার মৃত জুয়েল মিয়ার ছেলে মোঃ হাছান মিয়া (২০), হারুন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (১৯)।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, 'তাদের বিরুদ্ধে অটোরিক্সা মালিক আল আমিন বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১৪, তারিখ- ১২/৫/২৩ইং'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।