মো. ইব্রাহিম খলিল : বাংলাদেশ বেসরকারি শিক্ষক- কর্মচারী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিিত হয়েছে। গতকাল ২৪ ফেব্রুয়ারি বিকেলে স্থানীয় গার্লস গাইড মিলনায়তনে সংগঠনের জেলা সহ-সভাপতি ও মহলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলিসুর রহমানের সভাপতিত্বে এবং হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মাধুরী মজুমদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম এর সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মঈনউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের মহাসচিব মো. রফিকুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক মোঃ আবু রায়হান ,বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও মহাজোটের যুগ্ম আহ্বায়ক তালুকদার আবদুল মন্নাফ, সংগঠনের সহ-সভাপতি উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান, জাতীয়করণঞ্চের সভাপতি আবজালুর রশিদ, জগৎসী গোপালকৃষ্ণ এম সাইফুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান জুয়েল , এমপিওভুক্ত অনলাইন শিক্ষক পরিষদের সভাপতি আবু তালেব সোহাগ, সংগঠনের যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান ,কেন্দ্রীয় যুগ্ন সাংগঠনিক সম্পাদক তৈয়ব আলী মীর, অজয় কুমার ঘোষ, হাফিজুর রহমান, লায়লা ইসলাম, মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে সরকারের কাছে জনস্বার্থে ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সুন্দর এবং সুশিক্ষিত জাতি গঠনের জন্য শিক্ষাক্ষেত্রের সকল বৈষম্য দূূূর করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এক দফা এক দাবি হিসেবে বাংলাদেশের সকল এমপিওভুক্ত স্কুল, কলজ ও মাদ্রাসাগুলোকে জাতীয়করণের দাবি জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।